মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আইনের শাসনের অভাব রয়েছে। আইনের শাসন নেই বলেই আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভায় ‘বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধূরী বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৭৮ হাজার মামলা চলছে। আইনের শাসন নেই তাই সরকারি দলের পক্ষের মামলায় একরকম বিচার আর বিরোধী দলের পক্ষের মামলায় অন্যরকম বিচার চলছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নয়, শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেন।
‘সংসদের কাজ হচ্ছে জনগণের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটানো’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সংসদের কাজ সময় উপযোগী সিদ্ধান্ত নেয়া। অথচ এখন বেঁধে দেয়া হচ্ছে সংবিধানের এক-তৃতীয়াংশের বেশি পরিবর্তন করা যাবে না। আইন করে যদি আইন প্রণয়ন বা পরিবর্তন বন্ধ করে দেয়া হয় তাহলে সংসদের কাজ কি? এ সময় গণতন্ত্র ও আইনের শাসন ফেরাতে পেশাজীবীদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
ব্যাংক লুটের বিষয়ে খসরু বলেন, আজ ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হচ্ছে। বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হচ্ছে। আমানত হিসেবে যে টাকা বাংলাদেশ ব্যাংকে থাকবে সে টাকাও আবার ফেরৎ দেয়া হচ্ছে। যারা ব্যাংকগুলোর টাকা লুট-পাট করেছে তারাই আবার বাংলাদেশের ব্যাংকে থাকা জামানতের টাকা ফেরৎ নিয়ে নিচ্ছে। সরকারের চাপে বাংলাদেশ ব্যাংক এবং অর্থমন্ত্রী একটি হোটেলে বসে এ সিদ্ধান্ত নিয়েছে। গভর্ণর হোটেলে বসে এরকম সিদ্ধান্ত নিতে পারেন না।
সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ঢাকা বারের নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা খানকে সংবর্ধনা দিতেই এই আলোচনা সভার আয়োজন করে ‘শিক্ষক কর্মচারী ঐক্যজোট’। শিক্ষক কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, খালেদা জিয়ার উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার প্রমুখ।
দৈনিক দেশজনতা/ টি এইচ