৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৬

এবার মিউজিক ভিডিওতে আমিন খান

বিনোদন ডেস্ক : 

চিত্রনায়ক আমিন খান অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেতা।

তবে এখন পর্যন্ত কোনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি আমিন খানকে। এবারই প্রথম এই অভিনেতাকে ‘আমার একটাই বোন’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা গেছে।

শিশুশিল্পী আতিকা রহমান মম ও লাভলু গানটি দ্বৈতভাবে গেয়েছেন। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীতায়োজন করেছেন আলী হোসেন। আর গানটির কোরিওগ্রাফি ও ভিডিও নির্মাণ করেছেন মাসুম বাবুল।

মিউজিক ভিডিওতে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘চলচ্চিত্র ও নাটকে নিয়মিত অভিনয় করলেও কোনো মিউজিক ভিডিওতে এর আগে কাজ করা হয়নি। সে হিসেবে এটাই আমার প্রথম কোন মিউজিক ভিডিও। মম অনেক ভালো গান গায়। মূলত তাকে উৎসাহিত করার জন্যই এ কাজটি করেছি। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে নতুনদেরকে কাজে উৎসাহিত করি তবে তারাও অনেক ভালো কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস।’

মিউজিক ভিডিওতে আমিন খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন গায়িকা মম নিজেই। তিনি বলেন, “আমার একটাই বোন’ গানে চিত্রনায়ক আমিন খানকে আমার বড় ভাইয়ের চরিত্রে পেয়ে আমি খুবই খুশি। গান ও ভিডিও দুটোই অনেক ভালো হয়েছে। আশা করি, মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”

সম্প্রতি বাজনাবিডির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৮ ৭:৪৫ অপরাহ্ণ