মারুফ শরীফ/নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সন িএর প্রেস উইং সদস্য জনাব শামসুদ্দিন দিদার এ তথ্য দৈনিক দেশ জনতাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসুস্থ নেত্রীকে দেখতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কারাগারে যান। তাঁকে বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন বলেও তিনি জানান।
বিএনপি সূত্র থেকে জানা যায়, দলীয় প্রধানের চিকিৎসা, স্বাস্থ্য, মেডিক্যাল বোর্ড নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি গাজীপুর, খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিবের আলোচনা করতে পারেন।
এর আগে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেছেন, ‘আমি পরিষ্কার করে একটি কথা বলি— দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি হচ্ছে আমাদের (বিএনপির) এক নম্বর দাবি, এক নম্বর শর্ত। তারপর অন্য কিছু আলোচনা হবে। এর আগে আর কিছু নিয়ে আলোচনা করব না।’
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ