নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের আয়ু ৮ মাস মন্তব্য করে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেছেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন দিলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। সরকার মনে করছেন তারা ক্ষমতায় থেকে আবারো একটি পাতানো নির্বাচন করবে কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছা সেবক দলের সভাপতি শফিউল বাবু বারীসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে তারেক জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠন।
আব্দুস সালাম বলেন, গত নির্বাচনে সরকার শত শত লোককে খুন করেছে, শত শত গাড়ি পুড়িয়ে দিয়ে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিয়েছে। দেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছেন। কিন্ত দেশের মানুষ এতো বোকা নয়। তারা আপনাদের চালাকি বুঝতে পেরেছে। তাই শত চেষ্টা করলেও আপনারা আর সেই চালাকি করতে পারবেন না।
সরকারকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, আপনারা দেশের সমস্ত ব্যাংক লুট করেছেন। শেয়ারবাজার ধ্বংস করেছেন। দেশটাকে ধ্বংস করবেন না।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সঙ্গে আলোচনা করুন। আলোচনার মধ্য দিয়ে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনেরর ব্যবস্থা করুন, অন্যথায় আপনাদের নেতাকর্মীরা পালানোর সময় পাবে না।
আয়োজক সংগঠনের সভানেত্রী ফাতেমা খানমের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থি+ত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য দেবাশীস রায় মধু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা কাজী মুনিরুজ্জামান মুনির প্রমুখ।
দৈনিক দেশজনতা/ টি এইচ