১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

নজরুল ইসলামের আহ্বানে ২০ দলীয় জোটের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব লাভের পর প্রথমবারের মতো বৈঠক আহ্বান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ বৈঠকের খবর জানিয়ে জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া  বলেন, ‘আজ সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব লাভের পর এই প্রথম তিনি বৈঠক আহ্বান করেছেন।’

বৈঠক শেষে জোট নেতারা জানান, মির্জা ফখরুল ইসলামের ব্যস্ততাসহ সার্বিক পরিস্থিতিতে জোটের সমন্বয়কারী হিসেবে নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান সে সময়  মুঠোফোনে বলেছিলেন, ‘হ্যাঁ, আমি মিটিং কো-অর্ডিনেট করবো।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৮ ১১:২৪ পূর্বাহ্ণ