১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

মস্কোকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক:

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগের ম্যাচে গত রাতে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোকে ৪-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এই জয়ের ফলে সেমিফাইনালে উঠার পথে অনেক দূর এগিয়ে গেল এই ইংলিশ ক্লাব। আগামী ১২ জানুয়ারি ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের বয়স যখন মাত্র নয় মিনিট তখন অ্যারোন রামসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপর ১৫তম মিনিটে সমতায় ফেরে সিএসকেএ মস্কো। গোলটি করেন আলেকসান্দ্র গোলোভিন।

২৩তম মিনিটে আলেকসান্দ্রে লাকাজেত্তে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ২৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রামসে। আর ৩৫তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন লাকাজেত্তে। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ