১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

বাজারে আসছে এইচপি’র নতুন ডিজাইনজেট প্রিন্টার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

ইউনিক বিজনেস সিষ্টেম লিমিেিটড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এইচপি ডিজাইনজেট প্রিন্টার।  দেশের শিক্ষা প্রতিষ্ঠানে  ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনা সহজীকরণে  বিশেষ সুবিধা সম্পন্ন এই প্রিন্টার বেশ কার্যকরী।  গ্রাহকেরা এই প্রিন্টারের বদৌলতে দ্রুত প্রিন্টিং এবং কর্মক্ষেত্রে কাঙ্খিত পারফরম্যান্স লাভে সহায়তা করে। পণ্যটির স্মার্ট এবং সুদক্ষ বৈশিষ্ট্যসমূহ অপচয় রোধ করতে সাহায্য করে। উপরন্তু, সহজে ব্যবহারযোগ্য এই প্রিন্টারটি তার উচ্চগুণসম্পন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে গ্রাহকদের মানসিকভাবেও আশ^াস প্রদান করে থাকে।

গতকাল রাজধানীর একটি হোটেলে প্রিন্টারটি অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল হাকিম, এইচপি এর কান্ট্রি বিজনেস ম্যানেজার সাশিকা ভিশান, ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এর ডিরেক্টর অপারেশন হাবিবা নাসরিন রিতা প্রমুখ।

এইচপির কান্ট্রি বিজনেস ম্যানেজার সাশিকা ভিশান বলেন, এইচপি ডিজাইনজেট প্রিন্টার গুণগতমান সম্পন। বৃহৎ ফরম্যাটে প্রিন্টিং এর কাজ সম্পন্ন করতে সক্ষম এটি। ছোট বা বড় সব ধরনের অফিসেই এই পণ্য ব্যবহার উপযোগী।

ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এইচপি প্রিন্টারের বাজার চাহিদার কথা চিন্তা করেই আমরা এই পণ্যটির বিপণনে আগ্রহী হয়েছি।

এই মডেলের প্রিন্টার  ইউনিক বিজনেস সিষ্টেম লিমিটেড এর সকল শোরুম এবং এর ডিলারদের কাছে দুটি সাইজে পাওয়া যাচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ৫:২৭ অপরাহ্ণ