২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৫

রাজীবকে সরকারি চাকরি দেয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে দুই বাসের ফাঁকে আটকা পড়ে হাত হারানো তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজীবের চিকিৎসা এবং তার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রাজীব মা-বাবা হারানো এতিম। এ কারণে সরকার তার যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে।

তিনি বলেন,  তার আরও দুই ভাইয়ের ভবিষ্যতের দিকটি খেয়াল রেখে সে সুস্থ হলে তাকে সরকারি চাকরি দেওয়া হবে।

মোহাম্মদ নাসিম বলেন, দুর্ঘটনায় রাজীবের ডান হাত চলে গেছে। তারা মাথায় ইনজুরি আছে। তার সুচিকিৎসা চলছে। আশা করছি সে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে।

মঙ্গলবার দুপুরে বাংলামটর থেকে ফার্মগেটগামী বিআরটিসির একটি দোতলা বাসে ছিলেন রাজীব।

বাসটি কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগন্যালে থামলে একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে।

ওই সময় চাপা খেয়ে রাজিবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে দোতলা বাসের সঙ্গে ঝুলতে থাকে। অপারেশন করার পর বুধবার বিকেলে রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ৪:৫৬ অপরাহ্ণ