১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

স্কুলছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিপণের জন্য ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার দায়ে ৩ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরা এ মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন রাজীব রায় রাজু, বিজয় ভট্টচার্য ও আবদুস সালাম বেলাল।

তাদের মধ্যে কারাগারে থাকা রাজীবকে রায়ের সময় আদালতে হাজির করা হলেও বাকি দুজন পলাতক।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার আরেক আসামি রেজাউল করিম খোকনকে বিচারক বেকসুর খালাস দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৩ অগাস্ট রাঙ্গুনিয়ার রোয়াজার হাট এলাকা থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আজমকে অপহরণ করে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করে আসামিরা। ওই ঘটনায় আজমের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ প্রথমে রাজুকে এবং পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অপর তিনজনকে গ্রেফতার করে।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই বছরের ১২ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ার পোমরায় আসামি বিজয়ের বাড়ির পাশ থেকে আজমের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। তিন আসামি আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন জানান জানান, ২০১৩ সালের ২৬ মে পুলিশ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আদাল বিচার শুরু করে।

বাদীপক্ষে মোট ২৪ জনের সাক্ষ্য শুনে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ৪:৩৫ অপরাহ্ণ