১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিট ত্র্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব অফিস।

আটকেরা হলেন- মুরালীপুরে সোলাইমান মণ্ডলের ছেলে নজরুল মণ্ডল (২৫) ও দুপিল মোহেমানশাহীর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল সেট ও নগদ ৩২০০ টাকা উদ্ধার করা হয়।

আটক দুই আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ৩:৫৬ অপরাহ্ণ