১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক:

নৌ-নিরাপত্তা সপ্তাহ আজ ৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এ বছরের নৌ-নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নৌ-শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া, যাত্রা হবে নিরাপদ এটাই আমাদের চাওয়া।’

নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ সকালে ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ ছাড়াও এ উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর একটি ক্রোড়পত্র প্রকাশ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-নিরাপত্তার সার্বিক বিষয়টি আলোচনা ছাড়াও নৌপরিবহন অধিদপ্তরের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ