বিনোদন ডেস্ক:
বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ‘দেবী’ উপন্যাসকে ভিত্তি করে তৈরি, চলচ্চিত্র নিয়ে বিতর্কে জড়ালেন জয়া আহসান৷ ছবিটি ভারত ও বাংলাদেশ একসঙ্গেই মুক্তি পাওয়ার কথা।
এরই মধ্যে হুমায়ূন আহমেদের কন্যা শীলার দাবি, কেউ তাকে অনুমতি দেননি এই ছবি বানানোর। সিনেমাটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শীলা নিজেও একজন বাংলাদেশি অভিনেত্রী।
প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্রের নাম মিসির আলী। মনস্তাত্ত্বিক, বিজ্ঞান নির্ভর এবং যুক্তিনির্ভর কাহিনী নিয়ে এই সিরিজটি৷ এর অন্যতম উপন্যাসটি হলো ‘দেবী’।
আর এই উপন্যাসকে ভিত্তি করেই অভিনেত্রী জয়া আহসান তার প্রথম প্রযোজনা শুরু করতে চলেছেন। তিনি ছাড়া মিসির আলী চরিত্রে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পরিচালক অনম বিশ্বাস।
এদিকে শীলা আহমেদ জানিয়েছেন, খবরের কাগজে দেখলাম ‘দেবী’ ভারতে আগে মুক্তি পাচ্ছে! ভারত-বাংলাদেশ আগে অথবা পরে কোন কিছুতেই আমার কিছু যায় আসে না।
শুধু জানতে ইচ্ছা করছে, কে দেবী বানানোর অনুমতি দিয়েছে তাকে? আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেলো? কীভাবে এটা বানানো হয়ে গেলো? কীভাবে এটা মুক্তি পাচ্ছে?
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চলচ্চিত্র মহলে জয়া আহসান সুপরিচিত। তিনি ‘দেবী’ ছবি করতে চলেছেন সে বিষয়ে টলিউড ও ঢালিউডে জোর চর্চা চলছে। জানা গিয়েছে, ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে৷ এই ছবি দিয়েই অভিনেত্রী জয়া প্রযোজকের তালিকায় নাম লেখাতে চলেছেন।
সিনেমার জন্য বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদানও পেয়েছেন তিনি। এমন অবস্থায় হুমায়ূন আহমেদর কন্যা শীলা আহমেদ সরাসরি ছবি বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় বিতর্ক বাড়তে শুরু করলো। ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে শীলা লেখেন, কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেলো?
শীলা আহমেদের যুক্তি, আমাদের একশ শতাংশ আইনগত অধিকার আছে বাবার কোন লেখা সিনেমা- নাটক- অনুবাদ হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার।
দৈনিক দেশজনতা /এন আর