১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

সিলেটে মা-ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার নাজমুল ৭ দিনের রিমান্ডে

সিলেট প্রতিনিধি:

সিলেটের মিরাবাজার এলাকার খারপাড়ায় রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৬) হত্যার ঘটনায় নাজমুল হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সিলেট শহরতলীর বটেশ্বর এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেফতার মো. নাজমুল ইসলামকে (৩২) সাত দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে নাজমুলকে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরুর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।শুনানির পর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌসূলী হিসেবে শুনানি করেন এ্যাডভোকেট জীবন কৃষ্ণ দে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাজমুল শাহপরান থানার মুক্তিরচর এলাকার মৃত করিম মেম্বারের ছেলে। নিহত রোকেয়ার শিশুকন্যা রাইসা নাজমুলের ছবি দেখে তাকে শনাক্ত করেছে।জানা গেছে, নাজমুল আবাসন ব্যবসার সাথে জড়িত। সে ওই ডাবল মার্ডারের সাথে জড়িত বলে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন তার অবস্থান ঘটনাস্থলের আশেপাশেই ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, নিহত রোকেয়ার সাথে নাজমুলের পরিচয় অনেক দিনের। তারা দুজন মিলে একটি পার্লার করার কথা ছিল এজন্য রোকেয়ার কাছ থেকে সে টাকাও নিয়েছে।

এর আগে গত রোববার দুপুরে খারপাড়ার একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় জীবিত অবস্থায় রোকেয়ার ৫ বছর বয়সী মেয়ে রাইসাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

উল্লেখ্য, রোকেয়া বেগম তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৭) এবং মেয়ে রাইসাকে (৫) নিয়ে মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসায় গত একবছর ধরে ভাড়া থাকতেন। তাদের সঙ্গে বাসায় একটি কাজের মেয়েও থাকত। গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ৭:৪২ অপরাহ্ণ