১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

ব্লু হোয়েল গেমে মিসরের সাবেক এমপির ছেলের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

ব্লু হোয়েল গেম খেলে মিসরের সাবেক এমপি হামদি আল ফাখরানির ছেলে সোমবার রাতে আত্মহত্যা করেছে। যে কক্ষে তার লঅশ পাওয়া গেছে, সেখানে বিভিন্ন কাগজে হিজিবিজি হাতের লেখা ছিল।এ ছাড়া যেসব আলামত রেখে গেছে, তাতে প্রমাণিত হয়েছে, সে ব্লু হোয়েল খেলেই আত্মহননে গিয়েছে। নিহতের বোন ইয়াসমিন আল ফাখরানি ফেসবুক পোস্টে বলেন, তার ভাই ব্লু হোয়েল গেম খেলে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে এই ভয়ঙ্কর গেম খেলার বিভিন্ন আলামত রেখে গেছে।-খবর আল আরাবিয়ার।

তিনি বলেন, তার ভাই ধর্মচর্চা করত। কাজেই সহজেই তার আত্মহত্যার করার কথা নয়। সে এমন কোনো সমস্যার মধ্য দিয়ে যায়নি, যাতে তাকে মৃত্যুর পথ বেছে নিতে হবে।
ইয়াসমিন বলেন, পরিস্থিতি দাঁড়িয়েছে এমন- শিশুরা অল্পতেই ইন্টারনেটভিত্তিক এই ভয়ঙ্কর খেলায় ডুবে যেতে পারে। কারো স্বজন যাতে এমন ঘটনার শিকার না হন, সে জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

ব্লু হোয়েল গেমে ৫০ দিনে ৫০টি ধাপ পার হতে হয়। নিজেকে জখম করার মধ্য দিয়ে এই খেলার শুরু। শেষ ধাপে এসে উঁচু ভবন থেকে লাফিয়ে কিংবা কোনো নৃশংস উপায়ে আত্মহত্যা করতে হয়। ইয়াসমিন জানান, তার ভাই যে হিজিবিজি হাতে লেখা রেখে গেছে, তাতে ৫০টি ধাপের কথা রয়েছে। গেমের সর্বশেষ নির্দেশনা হচ্ছে, সব কিছু গোপনীয় রাখতে হবে। আত্মহত্যার আগে সব কিছু মুছে ফেলতে হবে।

গত কয়েক সপ্তাহ ধরে আলজেরিয়াসহ কয়েকটি আরব দেশের কিশোরদের এই মরণঘাতী খেলায় আসক্ত হয়ে পড়তে দেখা গেছে। তিউনিশিয়ার সরকার তাদের সন্তানদের ওপর কড়া নজর রাখার অনুরোধ জানিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১:৩৪ অপরাহ্ণ