১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

সিরিয়া ইস্যুতে রাশিয়া, ইরান ও তুরস্ক বসছে আজ

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার বিদ্যমান সংকট নিরসনে তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট ত্রিপক্ষীয় সম্মেলনে বসতে যাচ্ছে। আজ তুরস্কের আঙ্কারায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংকটময় সিরিয়ার বিষয়ে আলোচনার জন্য বৈঠকটি আয়োজন করা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোগান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহিনী এতে অংশ নেবেন। তিন নেতা মূলত কাজাক রাজধানী আস্তানায় শান্তি আলোচনার অংশ হিসাবে এই সম্মেলন করছেন। আস্তানার পাশাপাশি জেনেভাতেও জাতিসংঘের সমর্থনে সিরিয়া বিষয়ে আরেকটি শান্তি সংলাপ হয়। এই দেশ তিনটি ওই সংলাপের বিরোধিতা করেছে। তিন দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ থাকলেও তিন দেশ সিরিয়াকে পশ্চিমাদের প্রভাবমুক্ত রাখতে একত্রে কাজ করতে চায়।
উল্লেখ্য, সিরিয়া ইস্যুতে ছয় মাসের মধ্যে এটা তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলন। সিরিয়ার বিষয়ে প্রথম ত্রিপক্ষীয় সম্মেলনটি হয়েছিলো গত বছর নভেম্বর মাসে কৃষ্ণ সাগর উপকূলীয় শহর সচিতে। খবর এএফপি’র।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১:০৯ অপরাহ্ণ