মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সকালে ওই নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন-বাড়ির মালিক আলি আহমেদ (৬৫), তার স্ত্রী আমিরুন্নেছা (৫০), তাদের স্বজন জোহরা আক্তার (৩৫), পপি (৩০), সালমা (২২), হাবিবা, নুরে জান্নাত (৫), আলি হোসেন (৯) ও সুমাইয়া আক্তার (৫)।
তাদের হাসপাতালে নিয়ে এসেছেন তোফায়েল আহমেদ নামে এক আত্মীয়। তিনি বলেন, বাড়িওলা পরিবার নিয়ে দোতলায় থাকেন। রাতে চারতলার ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে সেখানেই একে একে বাড়ির মালিক ও তার পরিবারের আটজন অচেতন হয়ে পড়েন। এরপর ভাড়াটিয়ার পরিবারের সদস্যরা আলি আহমেদের বাসার মালপত্র লুট করে পালিয়ে যান। সকালে বিষয়টি সবার নজরে এলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তারা তবে কি কি লুট করেছে তা এখনই বলা যাচ্ছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওই নয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

