১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

মুক্তি পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তাঁর অফিস সহকারী শাহীন দৈনিক দেশজনতাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পরে গয়েশ্বরের পুত্রবধু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য নীপুণ রায় চেীধূরী জানান , সন্ধ্যা সাতটার দিকে তিনি (গয়েশ্বর চন্দ্র রায়) মুক্তি পেয়েছেন। আমরা ঢাকার দিকে আসছি। তিনি প্রথমে ইউনাইটেড হসপিটালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যাবেন।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগে রাজধানীর গুলশান থেকে আটক করা হয় গয়েশ্বর চন্দ্র রায়কে। পরে নাশকতার বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৮:২২ অপরাহ্ণ