১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

পৃথক সড়ক দুর্ঘটনা: সাভারে শিশুসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক:
সাভারে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী, এক নারী, শিশু ও এক নিরাপত্তাকর্মীসহ ৫ জন নিহত হয়েছে। তবে এদের মধ্যে নিহত নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ধারনা করা হচ্ছে নিহতরা মা মেয়ে।
মঙ্গলবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাসচাপায় মোশারফ হোসেন নামের এক নিরাপত্তাকর্মী নিহত হন। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোখলেছপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং সাভারের বলিভদ্র এলাকার শমসের প্লাজায় নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। সকালে কর্মস্থলে যোগদানে করতে গিয়ে তিনি মারা যান।
এর আগে সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ও ট্রাকের মাঝে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। রাজফুলবাড়িয়া এলাকায় নিহত দুই মোটরসাইকেল আরোহী নাহিদ উজ্জামান ও ইউনুস আলী শাহ সিমেন্ট কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। তারা হেমায়েতপুর থেকে সাভার ব্যাংক টাউনে যাচ্ছিলেন।
এরপর রাত সাড়ে ৯টায় একই সড়কের ভাকুর্তা প্রবেশপথ সংলগ্ন মধুমতি টাউন এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় অজ্ঞাত এক নারীসহ তার সাথে থাকা সাত মাস বয়সী এক শিশু দ্রুতগামী বাস চাপায় নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৭:৩৯ অপরাহ্ণ