১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

মুম্বাই ইন্ডিয়ানসে নাফিস ইকবাল!

স্পোর্টস ডেস্ক:

শিরোনামটা দেখে অনেকেই দোটানায় পড়তে পারেন। নাফিস ইকবাল কেমন করে আইপিএল খেলবেন? যিনি কিনা ঘরোয়া ক্রিকেটই ছেড়ে দিয়েছেন! আসলে ঘটনা ভিন্ন।! নাফিস ইকবাল মুম্বাই ইন্ডিয়ানসে টিকই সুযোগ পেয়েছেন। তবে ক্রিকেটার হিসেবে নয়, দোভাষী হিসেবে। গতকালই তিনি ভারত গিয়েছেন।

এখানেও আবার চমক আছে। নাফিস ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলেন। ইংরেজি জানেন ভালোই। আর বাংলা তো তার মাতৃভাষাই। কিন্তু ভারতীয়রা ইংলিশ জানে ভালোই। তাহলে বাংলা ভাষার জন্যই কি এই দোভাষী? এবার আর হায়দরাবাদে নেই মুস্তাফিজ। নাম লিখিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তাকে বোঝাতে-পড়াতে মুম্বাই একজন দোভাষীর খোঁজ করেছিলেন। শেষমেশ বাংলাদেশ থেকে নাফিস ইকবালকে উড়িয়ে নিল মুম্বাই। অনেক আগেই ক্রিকেট ছেড়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফিস। ২২ গজ ছাড়লেও ক্রিকেটের সঙ্গে তার পুরোপুরি সম্পর্কটা ছিন্ন হয়নি। গত বিপিএলে তিনি খুলনা টাইটান্সের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। দলটির কোচ ছিলেন লংকান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। সেখান থেকেই মূলত নাফিসের সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। বর্তমানে মাহেলা মুম্বাইয়ের কোচের দায়িত্বে আছেন। তার চাওয়াতেই নাফিসকে নেওয়া হয়েছে

মোস্তাফিজ প্রথম যখন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তখনও তিনি ভাষা সমস্যায় পড়েছিলেন। নিজের অভিষেকেই মোস্তাফিজের দুর্দান্ত নৈপুণ্য লক্ষণ, ভুবেনেশ্বর, ওয়ার্নাররা নিজেরাই বাংলা শিখতে শুরু করেন। অল্প বিস্তর শিখেও ছিলেন। তারা সাহায্য নিয়েছিলেন গুগল ট্রান্সলেটের। তখন ওয়ার্নার বলেছিলেন, ক্রিকেটও একটা ভাষা। আমরা মোস্তাফিজের সঙ্গে সেই ভাষাতেই ভাব বিনিময় সহজ হবে। কিন্তু এই মন্ত্রে এবার আর কাজ না হওয়াতেই নাফিস ইকবালকে দোভাষী হিসেবে নেয়া হয়েছে।

আগামী ৭ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলে ১১তম আসর। ২৭ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ভারতের ঘরোয়া ক্রিকেটের এই জমজমাট টুর্নামেন্টটি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৫:৪২ অপরাহ্ণ