১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

সন্ধ্যায় গণভবনে ব্যাংক মালিকদের ডেকেছেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক :

ব্যাংক খাতে সৃষ্ট সংকট নিরসনে আজ মঙ্গলবার গণভবনে বেসরকারি ব্যাংক মালিকদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক এবং ডিনার করার কথা রয়েছে।

এ প্রসঙ্গে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গলবার গণভবনে ব্যাংক মালিকদের ডিনারের দাওয়াত দিয়েছেন। সেখানে বিভিন্ন আলাপ আলোচনা হবে; খাওয়া দাওয়াও হবে।’ জানা গেছে, বৈঠকে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, খেলাপি ঋণ কমিয়ে আনা ও অরাজকতা বন্ধ করাসহ সামগ্রিক ব্যাংকিং খাত বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে রবিবার রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবির বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি প্রতিষ্ঠানের তহবিলের ৫০ ভাগ অর্থ বেসরকারি ব্যাংকে রাখতে হবে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকে জমা রাখা বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) এক শতাংশ কমানোর কারণে প্রায় ১০ হাজার কোটি টাকা বেসরকারি ব্যাংকগুলোর হাতে যাবে।

ব্যাংকের ঋণের সুদ হার এক অঙ্কে কমিয়ে আনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আওয়ামী লীগের যৌথসভায় ব্যাংকগুলোকে কেবল মুনাফা বৃদ্ধির কথা না ভেবে দেশের উন্নয়নের স্বার্থে সুদের হার কমিয়ে আনার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবকটিতেই এখন দুই অঙ্কের সুদ গুনছেন ব্যবসায়ীরা। এরমধ্যে শিল্পপ্রতিষ্ঠানে দেওয়া ঋণের বিপরীতে ১৫ শতাংশেরও বেশি হারে সুদ আরোপ করছে কোনও কোনও ব্যাংক।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ