নিজস্ব প্রতিবেদক:
বিকাশের মাধ্যমে প্রতারণা করার অভিযোগে ৩ প্রতারককে আটক করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর এর সদস্যরা। সোমবার রাত সাড়ে ৩টার দিকে প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পিবিআই ফরিদপুর এর অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, আটককৃতরা মোবাইল ফোনে করা সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। এরা কখনো জ্বিনের বাদশা, লটারি বিজয়সহ নানা কায়দায় মোবাইলের মাধ্যমে প্রতারণা করে সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এরা স্থানীয় ভাবে ওয়েলকাম পার্টি হিসেবে পরিচিত।
এরই ধারবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের বিকাশ এজেন্ট মাহাবুবুর রহমান এর কাছ থেকে বিকাশের বস পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন এর তদন্ত টিম মামলাটি তদন্ত করে এর সত্যতা পায়। একই সাথে ওয়েলকাম পার্টির সক্রিয় এই চক্রের সন্ধান পায় পুলিশ। পরে সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়।
আটককৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান এ কর্মকর্তা।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

