১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৪৭৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী। এরমধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৯৮ জন। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪৭৫ জন। মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এই বৃত্তির ফল ঘোষণা করেন।

গণশিক্ষা মন্ত্রী বলেন, বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অর্থের পরিমাণও বেড়েছে। তিনি বলেন, আগে মেধা কোটায় বৃত্তি দেয়া হতো ২০০ টাকা। আর ২০১৫ সাল থেকে ৩০০ টাকা করে দেয়া হচ্ছে। সাধারণ কোটায় ১৫০ টাকা দেয়া হতো। আর ২০১৫ সাল থেকে ২২৫ টাকা করে দেয়া হচ্ছে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্রী ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন এবং ছাত্র ১২ লাখ ৯৯ জার ৯৮৫ জন। মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন। গেল বছর ১৯ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৬ নভেম্বর।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১:৪৫ অপরাহ্ণ