১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

মেহেরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ্য ৬০ শিক্ষার্থী

স্বাস্থ্য ডেস্ক:

মেহেরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ৬০ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। তাদের সবাইকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় কৃমিনাশক কর্মসূচির আওতায় আজ সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরে নবম শ্রেণির ছাত্রী হাসি খাতুন অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পর্যায়ক্রমে বিদ্যালয়ের সব মেয়ে অসুস্থ হলে তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভর্তি করা হয়।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রিক্তা খাতুন বলেন, অনেকেই অসুস্থ হয়েছে। আমার কোনও সমস্যা হয়নি। আমি রোগী নিয়ে হাসপাতালে এসেছি।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘একজনের দেখাদেখি বাকিরাও আতঙ্কে অসুস্থবোধ করেছে। এটা তেমন কোনও রোগ নয়। প্রাথমিক চিকিৎসায় সবাই সুস্থ হয়ে উঠছে।
গণমনস্তাতিক রোগে (মাসসাইকোসিস) আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ ও ২৮ মার্চ সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ ছাত্রী একই অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এছাড়া গত বছর একই সময়ে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসায় সবাই সুস্থ হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ