১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

ধর্ষণ আতঙ্কে ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ, প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার তালা উপজেলার খানপুরের ঋষিপল্লীর ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সিরাজুল গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে খানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশে বখাটে সিরাজুলের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী করেন এলাকাবাসী। নতুবা কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে সতর্ক করা হয়। এদিকে এ ঘটনার পর আতঙ্কে খানপুর ঋষিপল্লীর শতাধিক শিশুর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তাদের অভিভাবকরা। এদিকে গতকাল সকালে সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা থানা সার্কেল) মো. আতিকুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অধ্যাপক অচিন্ত্য সাহা, রুপালী সংস্থার পরিচালক শফিকুল ইসলাম, দলিত নেতা অনিমা দাস, সন্ধ্যা রানী, প্রভাত কুমার দাস প্রমুখ।
তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান এ সময় সমাবেশ স্থলে উপস্থিত হয়ে সুবিচারের আশ্বাস প্রদান করেন। এ সময় মামলা তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশিদ, এএসআই মো. মাহফুজ, সাংবাদিক এমএ ফয়সাল, সেলিম হায়দার, সব্যসাচি মজুমদার বাপ্পী, সেকেন্দার আবু জাফর বাবু, আজমল হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ তালার শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুঁসলিয়ে শাহপুর গ্রামের শহর আলী ছেলে সিরাজুল (১৮) ধর্ষণের চেষ্টা করে করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেন। তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, অভিযুক্ত সিরাজুলকে আটকের চেষ্টা চলছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১২:২৯ অপরাহ্ণ