১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

মাদারীপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা

মাদারীপুর প্রতিনিধি:

সারাদেশে একযোগে এবারের এইচএসসি’র বাংলা প্রথম পত্র পরীক্ষা গতকাল সোমবারে অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের কালকিনিতে এবার এইচএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কিন্তু সারাদেশে বাংলা পরীক্ষা ‘খ’ সেটে নেয়া হলেও মাদারীপুরের কালকিনি উপজেলায় ভুল প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্ত প্রমথ রঞ্জন ঘটকের গাফলতির কারণে ‘খ’ সেটের প্রশ্নে পরীক্ষা না নিয়ে নেয়া হয়েছে ‘ক’ সেটের মাধ্যমে। এতে করে চরম বিপাকে পরতে হয়েছে পরীক্ষার্থীদের। এদিকে বিষয়টি ফাঁস হয়ে গেলে উপজেলায় বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মাঝে শুরু হয়েছে চরম সমালোচনার ঝড়। তবে প্রশাসনের দাবি বিষয়টি ভুল ক্রমে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষার্থী বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার কারণে আমরা দুঃচিন্তায় পড়েছি। সারাদেশে ‘খ’ সেটে পরীক্ষা নেয়া হলেও আমাদের কালকিনিতে শুধু ‘ক’ সেটে নেয়া হয়েছে। এখন এই ভুলের খেসারত কে দেবে(?)।

উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও প্রমথ রঞ্জন ঘটক বলেন, কর্তৃপক্ষের মাধ্যমে আমাকে যে ম্যাসেজ দেয়া হয়েছে, আমি তা না বুঝে-ই ‘ক’ সেটের প্রশ্নে পরীক্ষা নিয়েছি। তবে আমি এ বিষয় কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। তারা আমাদের পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে পাঠাতে বলেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ