১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

রংপুরে রথিশচন্দ্র নিখোঁজের ঘটনায় নয়জন আটক

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধাপরাধ মামলার সাক্ষী রংপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথিশচন্দ্র ভৌমিক নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন নয়জনকে আটক করেছে পুলিশ। জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আটকের পর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

সরকারি কৌঁসুলি হিসেবে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন রথিশ। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

রথিশ ভৌমিকের স্ত্রী দীপা জানান, শুক্রবার সকাল ৬টায় রথিশ পাঞ্জাবি-পাজামা পরে এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন রথিশ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

রথিশের সঙ্গে থাকা ওই যুবককে চেনেন না বলে জানিয়েছেন দীপা ভৌমিক। এ ঘটনায় শনিবার রথিশের ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল একটি সাধারন ডায়েরি করেন।

তিনি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুর ইসলামের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার একজন সাক্ষী। ট্রাইব্যুনালে আজহারুলের ফাঁসির রায়ের পর মামলাটি এখন আপিল বিভাগে রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ