১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৩

মার্কিন পণ্যে ২৫% শুল্ক বসিয়ে জবাব দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন পণ্যে শতকরা ২৫ ভাগ শূল্ক আরোপ করেছে চীন। অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর আমেরিকা বাড়তি শূল্ক আরোপের পর বেইজিং এ ব্যবস্থা নিল। আমেরিকার কোন কোন পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপ করা হয়েছে রোববার তার একটি তালিকা প্রকাশ করেছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্যেল মধ্যে রয়েছে মদ, ফ্রোজেন পর্ক এবং নানা রকমের ফলসহ অন্যান্য পণ্য। সোমবার থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি। খবর : এএফপির।

বিবিসি জানিয়েছে, শুকরের মাংস ও ওয়াইনসহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে চীন।সোমবার থেকে কার্যকর হওয়া এই শুল্ক প্রায় তিনশত কোটি ডলারের আমদানির ওপর প্রভাব ফেলবে।

বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সে কারণে ‘চীনের স্বার্থের সুরক্ষা ও ভারসাম্যের’ জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চীনা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন পণ্যের জন্য আগে যেসব ছাড় দেয়া হতো, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে তা প্রত্যাহার করা চীনের বৈধ অধিকারের মধ্যে পড়ে।

এর আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে মার্কিন সংরক্ষণবাদী নীতির কারণে আমেরিকাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, চীন থেকে আমদানি করা ছয় হাজার কোটি ডলারের পণ্যের ওপর বাড়তি শূল্ক বসানো হবে। এরপর ওয়াং ই বলেন, আমেরিকা থেকে আমদানি করা পণ্যের ওপর চীনও বাড়তি শূল্ক আরোপ করবে। ট্রাম্পের ঘোষণার পর থেকে চীন বলে আসছে, সম্ভাব্য বাণিজ্য-যুদ্ধে দুপক্ষের কেউই লাভবান হবে না।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১:৩০ অপরাহ্ণ