গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল নয়টার দিকে।পুলিশ জানায়, নারীর বয়স ৪০ ও ছেলের বয়স আনুমানিক সাড়ে ৪ বছর। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তারা সম্পর্কে মা ও ছেলে।
জানা গেছে, উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে অটোভ্যানে করে চার যাত্রী চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে ভ্যানটি ওয়ালটন কারখানার ২ নম্বর গেটের সামনে পৌঁছালে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। বাস এবং লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
এই ঘটনায় আহত আরো দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

