২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩০

গাজা অবরোধ অবসানের আহবান ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলি অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। রবিবার এক বিবৃতিতে এ আহবান জানান তিনি। মোগেরিনি বলেন, “গাজা অবরোধের অবসান ও ক্রসিং পয়েন্টগুলো সম্পূর্ণভাবে খুলে দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন তার আহ্বানের পুনরাবৃত্তি করছে। তবে ইসরাইলের নিরাপত্তার বিষয়টিও স্বীকার করতে হবে।” বিবৃতিতে গাজা উপত্যকার ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, ইসরাইল সরকার কর্তৃক ফিলিস্তিনের ভূমি দখলের প্রতিবাদ করায় ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরাইলি দখলদার বাহিনী। এরপর থেকে দিনটিকে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করে সেখানকার মানুষ।

গত শুক্রবার (৩০ মার্চ) ৪২তম ভূমি দিবস পালন করতে রাজপথে নেমে আসে ফিলিস্তিনিরা। সেখানে নিরস্ত্র মানুষগুলোর ওপর নৃশংস হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন প্রায় দেড় হাজার। নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন ফেডেরিকা মোগেরিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১১:৫৮ পূর্বাহ্ণ