আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহবান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে ইস্টার উৎসবের ভাষণে রবিবার তিনি এই আহবান জানান। দক্ষিণ সুদান এবং কঙ্গোর জন্যও প্রার্থনা করেন পোপ।
পোপ বলেন, ‘সিরিয়ার মানুষ নিরন্তর যুদ্ধে জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে দুর্ভোগে আছে সিরীয়বাসী। সিরিয়ার মাটি থেকে শুরু করে সারা পৃথিবীতে শান্তির সুফল নেমে আসুক এই প্রার্থনা করি।’
তিনি আরও বলেন, আমরা পবিত্র ভূমির (জেরুজালেম) জন্য সমঝোতার সুফল কামনা করছি। এখন সেখানকার সংঘর্ষ থেকে অসহায় মানুষ রেহাই পাচ্ছে না। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের জন্যও শান্তি কামনা করছি। যেনো আলোচনা পারস্পরিক শ্রদ্ধাবোধ বিভাজন ও সহিংসতার উপরে স্থান পায়।
ইস্টারে রাজনৈতিক ও সামরিক নেতারা খ্রিস্টের আদর্শে উজ্জীবিত হবেন এই আশাবাদ ব্যক্ত করেন পোপ।
প্রসঙ্গত, ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকেই সিরিয়া যুদ্ধের সমালোচনা করে আসছেন পোপ ফ্রান্সিস।
সূত্র: নিউইয়র্ক টাইমস
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

