১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

নারীদের সঙ্গে অসদাচরণ: পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের হোসেনপুর-জগন্নাথবাড়ী মহল্লায় বাড়িঘর ভাঙচুরের ঘটনায় নারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজ হাসানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজ হাসানকে প্রত্যাহার করে চৌহালী থানায় সংযুক্ত করা হয়েছে বলে জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী।
এর আগে বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধী মহল্লার মুক্তিযোদ্ধা মানিকের ছেলে শিহাব হোসেনের সঙ্গে পুঠিয়াবাড়ী মহল্লার কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোহাগ হোসেনকে মারধর করে ওই যুবকেরা। পরে সোহাগকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন দু’মহল্লাবাসীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। রোববার সকাল থেকে উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকার নারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজ হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় সন্ধ্যায় তার বিরুদ্ধে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সিরাজগঞ্জ প্রেসক্লাব বরাবর দাখিল করা।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ