১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্য: সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীর পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল হক পিন্টু (৩২)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (০১ এপ্রিল) রাতে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হন পিন্টু। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (০২ এপ্রিল) ভোর ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর খবরে বিক্ষোভ করছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা সকাল থেকে ঈশ্বরী-পাবনা ও কুষ্টিয়া মহাসড়কের পাকশীর রূপপুর মোড় অবরোধ করে রেখেছে।
সদরুল হক পিন্টু পাকশি ইউনিয়নের চর-রূপপুর তিনবটতলা গ্রামের আজাদ মালের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, আহত পিন্টুর কোমড়ে দু’টি গুলি বিদ্ধ হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে চাপাতির গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। সুরতাহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১১:৩২ পূর্বাহ্ণ