২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫৬

নেতানিয়াহু সন্ত্রাসী: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিলেন। গতকাল রোববার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেছেন।

গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৫ ফিলিস্তিনি নিহত হয়। নেতানিয়াহু এ ঘটনায় উল্টো তার সেনাদের প্রশংসা করেছেন। গতকাল রোববার তুরস্কের দিকে ইঙ্গিত করে এক টুইটারবার্তায় তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী তাদের বক্তৃতা শুনবে না , যারা বছরের পর বছর ধরে বেসামরিক লোকদের ওপর নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

এর প্রতিক্রিয়ায় এরদোয়ান বলেছেন, ‘নেতানিয়াহু, আমাদের নিজেদের ওপর হামলা চালাতে আমাদের কোনো লজ্জা নেই। আপনি হচ্ছেন হামলাকারী এবং এই মুহূর্তে আগ্রাসনকারী হিসেবে ওই ভূমিতে রয়েছেন। একইসঙ্গে আপনি সন্ত্রাসীও।’ পৃথক ভাষণে ইসরায়েলের উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, ‘আপনারা হচ্ছেন সন্ত্রাসী রাষ্ট্র। আপনারা গাজায় ও জেরুজালেমে কী করেছেন তা সবাই জানে। বিশ্বে আপনাদেরকে পছন্দ করে এমন কাউকে পাবেন না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১০:১৩ পূর্বাহ্ণ