আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে জমি বিক্রির কথা বলে রাজধানী ঢাকার এক স্কুলশিক্ষিকার সঙ্গে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করে গত ১০ বছরেও টাকা বা জমি বুঝে পাননি ওই শিক্ষিকা।
ভুক্তভোগী খুশি মিত্র জানান, তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। তাঁর স্বামী কেনেথ লরেন্স রড্রিকস্ ঢাকায় একটি মিশনারি ফার্মে চাকরি করেন। খুশি তাঁর এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হলে ১০ বছর আগে ১৭ লাখ টাকা দাম নির্ধারণ করে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের দোয়ানী গ্রামের পেদ্রু ক্রুশের ছেলে সেন্টু ডি আন্তনি ক্রুশকে ছয় লাখ টাকা দেন। স্ট্যাম্পে লিখিত শর্ত অনুযায়ী ছয় লাখ টাকা দিলে সেন্টু জমি রেজিস্ট্রি করে দেবেন। বাকি টাকা খুশি তিন বছর পর দেবেন। কিন্তু টাকা পেয়ে সেন্টু জমি রেজিস্ট্রি করে দিতে টালবাহানা শুরু করেন। টাকা ফেরত চাইলেও সেন্টু একাধিক তারিখ দিয়ে ‘দিই-দিচ্ছি’ বলে ঘুরাচ্ছেন।
খুশি মিত্র আরো জানান, তাঁর একমাত্র ছেলে কাব্য (১৫) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ছেলের চিকিৎসার জন্য চোখের পানি ফেলে একাধিকবার টাকা ফেরত চাইলেও সেন্টুর হৃদয় গলেনি।
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির মিয়া বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগী স্কুলশিক্ষিকা খুশি মিত্র স্বাক্ষরিত অভিযোগ পেয়েছি। সেন্টুকে হাজির হতে নোটিশ দিলেও সে উপস্থিত হয়নি। এমনকি নোটিশের জবাব দেয়নি।’ তিনি খুশি মিত্রকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ