নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ৯ হাজার এক শ’৩০ পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আটককৃতরা হলো মো. সুমন (৩৩) ও ফারুক আলম ওরফে আলম (৩৯)। শনিবার রাতে র্যাব-২ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউয়ের পূর্ব প্রান্তে বঙ্গবন্ধু চত্বর থেকে ইয়াবাসহ তাদের আটক করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউয়ের পূর্ব প্রান্তে অবস্থান নেয়। হানিফ পরিবহনের একটি বাস গাবতলী বাস টার্মিনাল যাওয়ার সময় বাসটিকে থামার জন্য সংকেত দিলে ড্রাইভার বাসটি থামায়। তবে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক ডান পাশের গ্লাস খুলে এবং হেলপার কৌশলে বাসের প্রবেশ পথ দিয়ে পালানোর সময় সুমন ও ফারুক আলমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার এক শ’৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ