২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৭

আমরা শোকসন্তপ্ত ফিলিস্তিনিদের পাশে আছি: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতায় ১৭ জন নিরপরাধ ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। ইইউর কূটনৈতিকপ্রধান ফেডেরিকা মঘারিনি এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, ইসরাইলি বাহিনীর তাজা গুলি ব্যবহারের বিরুদ্ধে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা উচিত।-খবর এএফপির।

গতকাল শনিবারের ওই বিবৃতিতে মঘারিনি বলেন, নিরপরাধ মানুষের ওই প্রাণহানিতে আমরা শোকাহত। আমাদের হৃদয় শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে আছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি ব্যবহার নিয়ে একটি স্বাধীন তদন্ত হওয়া উচিত। মতপ্রকাশ ও বাকস্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। কাজেই এই অধিকারের প্রতি অবশ্যই সম্মান দেখানো উচিত।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ৩০ মার্চ নিজেদের ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ করলে ছয় নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরাইলিরা। ফিলিস্তিনিরা তখন থেকে দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন। এবারের ভূমি দিবস সামনে রেখে শুক্রবার ফিলিস্তিনিরা ঘরে ফেরার পদযাত্রা বা মার্চ ফর রিটার্ন নামে এক কর্মসূচি শুরু করে। গাজা-ইসরাইল সীমান্তে ছয় সপ্তাহ ধরে এ পদযাত্রা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনিরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১:৩৯ অপরাহ্ণ