১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

সরকারি চাকরি না পেয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হতে সান্ধ্যকালীন কোর্সের এক ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছেন।
তানভীর নামে ওই ছাত্র ইএমবিএ অ্যাকাউন্টিং এর শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, কমার্স ফ্যাকাল্টি ভবনের ছাদ থেকে ওই ছাত্র লাফ দেয়। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। ওই ছাত্রের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, মানিব্যাগ, মোবাইল রেখে ওই ছাত্র লাফ দেয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে আত্মহত্যা করেছে। বিশ্ববিদ্যালয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী জানান, ওই ছাত্রের লাশ ঢাকা মেডিক্যাল মর্গে আছে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১:০৭ অপরাহ্ণ