২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কতিপয় বিপদগামী সেনা সদস্যর হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে আসছে। প্রতিবছরের মতো এবারও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিবসটি পালনে নানা কর্মসূচী পালন করবে।সোমবার বিএনপি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করছে। রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১০টায় শুরু হবে এই সভা। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শেরেবাংলানগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গসংগঠনও প্রয়াত নেতার শাহাদাত বার্ষিকীতে পৃথক কর্মসূচি পালন করবে। শাহাদাত বার্ষিকীর অন্যান্য কর্মসূচির মধ্যে থাকছে- রক্তদান কর্মসূচী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ২৯, ২০১৭ ৭:৫৮ অপরাহ্ণ