১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৩৮

গাজায় হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:

গত শুক্রবার গাজায় নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়ে ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। এছাড়া আহত হয়েছেন দেড় হাজারেও বেশি মানুষ। এরপর আবারও গাজাবাসীকে কঠোর হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন ম্যানেলিস শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন৷ তিনি বলেন, শুধু সীমান্তে নয়, বাড়াবাড়ি করলে অন্যান্য জায়গায় গিয়েও খুঁজে খুঁজে সন্ত্রাসীদের মারা হবে৷

গত শুক্রবার গাজা সীমান্তে ফিলিস্তিনিদের সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালায় ইসরায়েলের সেনারা। এ ঘটনার পর জরুরি বৈঠকে বসে জাতিসংঘ। বৈঠকে অংশ নেয়নি ইসরায়েল। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা জানায়। এছাড়া এমন ঘটনার ‘স্বাধীন ও স্বচ্ছ’ তদন্তের আহ্বান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তবে বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে ‘হামাস সদস্যরা ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছে’ এমন ভিত্তিহীন অভিযোগে আবারো হামলার হুমকি দিলো ইসরায়েল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১২:১৭ অপরাহ্ণ