১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

ফিলিস্তিনিদের হত্যায় নেতানিয়াহুর প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করায় ইসরাইলি সেনাবাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা রুখে দিয়েছে সেনারা। তাদের তৎপরতায় ইসরাইলিরা শান্তিপূর্ণভাবে নিজেদের মুক্তি দিবস পালন করতে পেরেছে। গতকাল শনিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

ইসরাইল সরকার কর্তৃক ফিলিস্তিনের ভূমি দখলের প্রতিবাদ করায় ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরাইলি দখলদার বাহিনী। এরপর থেকে দিনটিকে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করে সেখানকার মানুষ। গত শুক্রবার (৩০ মার্চ) ৪২তম ভূমি দিবস পালন করতে রাজপথে নেমে আসে ফিলিস্তিনিরা। সেখানে নিরস্ত্র মানুষগুলোর ওপর নৃশংস হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন প্রায় দেড় হাজার।

নির্বিচারে গুলির এ ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক, কাতার, জর্ডানসহ বেশ কিছু দেশ এবং মানবাধিকার সংগঠন। ইসরাইলি বাহিনীর শক্তি প্রয়োগের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের বাধায় সে পরিকল্পনা ভেস্তে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ