১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক:

দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাগাতার যানজট সৃষ্টি হয়েছে। হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী গাড়ির চাপে স্থবির হয়ে পড়েছে দেশের ‘লাইফলাইন’ খ্যাত এ মহাসড়কটি। বিশেষ করে কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত দীর্ঘ ৫০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছেন গাড়ির যাত্রী ও চালকগণ। অতিরিক্ত গাড়ির চাপে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া যানজট শনিবার পর্যন্ত এসে রূপ নেয় মহা ভোগান্তিতে।

জানা যায়, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মদনপুর এলাকা থেকে শুরু হয়ে চান্দিনা এলাকা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা পর পর পিপড়া গতিতে যানবাহন চলাচল করে থেমে যায়। চট্টগ্রাম ও ঢাকাগামী উভয় লেনে যানজটে আটকিয়ে লাখো যাত্রী সীমাহীন ভোগান্তিতে পড়েন। কুমিল্লা থেকে ঢাকা যেতে আগে যেখানে সময় লাগতো আড়াই থেকে তিন ঘণ্টা এখন ৮/১০ ঘণ্টায়ও ঢাকায় পৌঁছতে কষ্ট হয়ে যায়।

যাত্রী ও চালকদের অভিযোগ, মেঘনা ও দাউদকান্দি সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে অবৈধ ভাবে টাকা আদায় করা হচ্ছে। আর তাই অতিরিক্ত যানবাহনের চাপ ও বেপরোয়া গতিতে এলোমেলো গাড়ি চলাচলের কারণে সুফল পাচ্ছেন না।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন সড়কের যানবাহনের গতি স্বাভাবিক থাকলেও মেঘনা-গোমতী সেতু দিয়ে যানবাহনের গতি থেমে যাচ্ছে। এছাড়াও দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে অবৈধভাবে টাকা আদায় নিয়ে পন্যবাহী যানবাহনের চালকদের দর কষাকষির কারণে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হওয়ার কারণে মহাসড়কের অন্য কোথাও তেমন যানজট সৃষ্টি না হলেও টোলপ্লাজায় পণ্যবাহী যানবাহন থেকে স্কেল করতে গিয়ে ঢাকামুখী অংশে প্রতিদিনই কম-বেশী যানজট লেগেই থাকে। যাত্রীদের সীমাহীন দুর্ভোগের পাশাপাশি খাবার ও পানি নিয়ে চরম সংকটে পড়েন। বিশেষ করে নারী বাস যাত্রীদের টয়লেট নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এছাড়াও দ্বিগুণ দাম দিয়ে খাবার পানি ও শুকনা খাবার কিনতে হচ্ছে যাত্রীদের। সব মিলিয়ে যাত্রীদের ভোগান্তির কোনো শেষ নেই। রোগী নিয়ে এ্যাম্বুলেন্সগুলোকে পড়তে হয় চরম বিপাকে। ভারী মালামাল, ব্যাগ ও ছোট শিশুদের নিয়ে ১০/১৫ কিলোমিটার পথ পায়ে হেটে গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের।

বাসযাত্রী হাসান বলেন, কতক্ষণ গাড়িতে বসে থাকা যায়? ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকা পড়ে রয়েছি। বিশেষ করে নারীদের ওয়াসরুমে যাওয়া নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।

শ্যামলী পরিবহনে যাত্রী মাহবুবুর রহমান রাহী বলেন, যানজটে নাকাল যাত্রীরা। ৮/১০ ঘণ্টা সময় লাগছে ঢাকা পৌঁছতে। এর ফলে সঠিক সময়ে যাত্রীরা তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, দাউদকান্দি ও মেঘনা সেতুতে যানবাহন চলাচল ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ৮:২৩ অপরাহ্ণ