১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

সানরাইজার্সে ওয়ার্নারের জায়গায় হেলস

স্পোর্টস ডেস্ক: 

বল টেম্পারিংয়ের সহযোগীতা করায় একবছরের নিষেধাজ্ঞায় পড়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ওয়ার্নার-স্মিথ।যার কারণে জাতীয় দলের ন্যায় আইপিএলের একাদশ আসরে তাদের দেখা যাবে না। বুধবার (২৮ মার্চ) আইপিএল কমিটির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দক্ষিণ আফ্রিকায় ঘটনায় ঘটার পরপরই অধিনায়কের পদ থেকে দুই ক্রিকেটার ওয়ার্নার ও স্মিথকে সরিয়ে নেয় আইপিএল দল মালিকেরা। তাদের পরিবর্তে নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হয়। আইপিএল একাদশ সিজন শেষ দুই অস্ট্রেলীয় ক্রিকেটারের। তাই তাদের পরিবর্তে কাকে নেয়া হতে পারে এমন প্রশ্ন সবার মনে।

প্রথম দিকে জানা গিয়েছিল, অরেঞ্জ আর্মিদের পছন্দের তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার লিজেন্ড হাশিম আমলা। কারণ ২০১৭ সালে ব্যাটে ভর করে সোনালী সময় পার করেছেন তিনি। আইপিএল সিজন ১০ এ কিংস ইলিভেন পাঞ্চাবের জার্সিতে ৪২০ রান তুলেছেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, আমলা নয় বরং ইংলিশম্যান এলেক্স হেলসকে দলে ভিড়ালো হায়দরাবাদ। শনিবার (৩১ মার্চ) টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে অরেঞ্জ আর্মি কর্তৃপক্ষ। হেলসের একটি ছবি পোস্ট তাতে তারা লিখে, ব্রেকিং নিউজ। ইংল্যান্ডের হার্ডহিটার অলেক্স হেলস যোগ দিয়েছেন হায়দরাবাদে।

প্রসঙ্গত, ইতোমধ্যে স্মিথের পরিবর্তে রাজস্থানের অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানে ও ওয়ার্নারের পরিবর্তে কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ৫:২৬ অপরাহ্ণ