বিনোদন ডেস্ক:
ইউটিউবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া শিল্পী সুস্মিতা আনিসের নতুন গান তোমার আকাশ’র মিউজিক ভিডিও দর্শক হৃদয় ছুঁয়েছে। ২৯ মার্চ পর্যন্ত সাড়ে ১২ লাখ দর্শক মিউজিক ভিডিওটি ইউটিউবে সুস্মিতা আনিস চ্যানেলে (https://www.youtube.com/watch?v=oTTxCZnlR9M) উপভোগ করেছেন।
গানটির শিল্পী সুস্মিতা আনিস, কম্পোজার অদিত রহমান, গীতিকার সোহেল আরমান। মিউজিক ভিডিও’র মডেল তানজিন তিশা ও নেপালের নারায়ন ঢাকাল। পরিচালক তানিম রহমান অংশু।
শিল্পী সুস্মিতা আনিস বলেন ‘তরুণী মনের স্বপ্ন-ভাবনা-ভালোলাগা নিয়ে ‘তোমার আকাশ’ গানটি গড়ে উঠেছে। দর্শকরা গানটি উপভোগ করছেন দেখে আমার খুবই ভালো লাগছে।’ ‘দর্শকরা যখন গানটি গ্রহণ করেন, উপভোগ করেন, শিল্পী হিসাবে এটাই আমার জন্য বড় পাওয়া।’
‘তোমার আকাশ’ গানটির মিউজিক ভিডিও শুটিং হয়েছিল নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে। ডামপুসের পাহাড় ও লেকে শুটিং হওয়া গানে তিশাকে দর্শকের সামনে পর্যটকের চরিত্রে হাজির করেছেন পরিচালক তানিম রহমান অংশু।
তানিম রহমান অংশু বলেন, ‘তোমার আকাশ’ গানটি অল্প সময়ে দর্শকরা ভালোভাবে নিয়েছেন। গানের মিউজিক ভিডিও’র দর্শক এক মিলিয়ন পার হওয়াটা অত্যন্ত আনন্দের।
দৈনিক দেশজনতা /এন আর