১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

পাকিস্তানেই থাকতে চান মালালা

আন্তর্জাতিক ডেস্ক:

পড়াশোনা শেষ করে পাকিস্তানেই পাকাপাকিভাবে ফিরতে চান মালালা ইউসুফজাই। এক টেলিভিশন সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, ‘পাকিস্তান আমার দেশ। অন্য সবার মতো আমারও এ দেশে সমান অধিকার।’

২০১২ সালে সোয়াত প্রদেশে তালেবানের গুলিতে গুরুতর জখম হওয়ার পর মালালাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটেনে। তারপর প্রথম কালই দেশে এসেছেন অক্সফোর্ডের ছাত্রীটি। তার কথায়, ‘২০১২ সালের পাকিস্তান আর আজকের পাকিস্তানে অনেক ফারাক। মানুষ দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধ, সক্রিয়। এ বিষয়ে ব্যাপক প্রচার চলছে। এ তো খুবই ভালো কথা।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান বলে আগে বলেছিলেন মালালা। আজ অবশ্য রাজনীতি নিয়ে কিছু বলেননি তিনি। নিরাপত্তার স্বার্থে মালালার সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে এ দেশে। তাই এখনও কেউ জানেন না, সোয়াতে তিনি যাবেন কি না। পরিস্থিতির উন্নতি হওয়ায় সপ্তাহ কয়েক আগে ওই এলাকায় পর্যটকদের আবার যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। সেখানকার বাসিন্দা সাহিস্তা হাকিম বলছেন, ‘মালালার জীবন আমাদের বদলে দিয়েছে। বাবা-মায়েরা মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন। ও একবার এখানে আসবে না?’-আনন্দবাজার

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১০:৪২ পূর্বাহ্ণ