১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের ছয় সদস্য

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের ছয় সদস্য। এর মধ্যে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমানও ছিলেন। আরও ছিলেন বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা ও ভাগনে অভিক এস্কান্দার। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত তারা কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময়ে তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জানা গেছে, এর আগে বৃহস্পতিবার লন্ডন থেকে বাংলাদেশে আসেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ