১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১১

থাইল্যান্ডে বাসে আগুন, মিয়ানমারের ২০ নাগরিক নিহত

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের মটর জেলায় শুক্রবার সকালে একটি বাসে আগুন লেগে ২০ জন অভিবাসী কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতরা সবাই মিয়ানমারের নাগরিক। পুলিশ এ কথা জানিয়েছে।

মটর জেলার পুলিশ স্টেশনে প্রধান কৃষ্ণকোণ ড্যান-উডম বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, বাসটিতে মিয়ানমারের ৪৭জন অভিবাসী কর্মী ছিল। তারা আইনগতভাবে কাজ করার জন্য সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। এরপর বাসটিতে হঠাৎ আগুন ধরে গেলে ২০জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। তবে বাকি যাত্রীরা অক্ষত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, থাইল্যান্ডে বর্তমানে তিন মিলিয়নেরও বেশি অভিবাসী কর্মী রয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ দরিদ্র প্রতিবেশী মিয়ানমারের রাখাইন সম্প্রদায়ের নাগরিক। তাদের অধিকাংশ সকালে এসে কাজ শেষ করে সন্ধ্যায় আবার দেশে ফিরে যায়।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ