২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১১

হাওরবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান আহমদ শফীর

নিজস্ব প্রতিবেদন

সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলের অসহায় মানুষদের পাশে যার যার সাধ্যমতো সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। মঙ্গলবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে শাহ আহমদ শফী বলেন, ‘ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগে যার যার এলাকায় ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য সংগ্রহ করে হাওর এলাকায় সহায়তা করার উদ্যোগ নিন। হাওর এলাকার লাখ লাখ চাষি ফসল হারিয়ে এখন নিঃস্ব। ভারী বৃষ্টি ও সীমান্তর ওপার থেকে ধেয়ে

আসা পানিতে তাদের সব আশা ভেসে গেছে। রহস্যজনক কারণে হওরের মাছ, হাঁস সবই মরে সাফ হয়ে গেছে।

ভয়াবহ দুর্যোগময় সময়ে হাওরবাসীর চোখমুখে চরম অসহায়ত্ব ফুটে উঠছে। এ পরিস্থিতিতে দলমত নির্বিশেষে ত্রাণ সংগ্রহ করে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এসময় রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুড়ির কোনও সুযোগ নেই। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, এই পরিস্থিতিতেও এরই মধ্যে রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে।’

হেফাজতের আমির আরও বলেন, ‘দুর্গত মানুষদের জন্য কার্যকর সহযোগিতার ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এসব মানুষকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা চরম অমানবিকতা। রাজনৈতিক দলগুলো মানবিকতা বোধের পরীক্ষায় বার বার ব্যর্থ হলে সাধারণ মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সরকারের তরফ থেকে কিছু ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় মোটেই যথেষ্ট নয়।’

এদিকে মঙ্গলবার পৃথক এক অনুষ্ঠানে ফেনী জেলা হেফাজতের সভাপতি মাওলানা আবুল কাসেম ভূঁইয়ার নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদের মান অর্জনের জন্য শাহ আহমদ শফীকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার বেলা ১২টায় চট্টগ্রাম হেফাজত আমিরের কার্যালয়ে এসে তারা সাক্ষাৎ করেন।

প্রকাশ :মে ৩, ২০১৭ ৩:৫৩ অপরাহ্ণ