১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজকে দিবে নেতৃত্ব জ্যাসন মোহাম্মদ

স্পোর্টস ডেস্ক:

আগামী ১, ২ ও ৩ এপ্রিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব জ্যাসন মোহাম্মদ।

পাকিস্তান সফরে খেলোয়াড়দের আনার জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এই সফরে যারা আসবে তারা অতিরিক্ত প্রায় ২৫ হাজার ডলার করে পাবে। তারপরও এই দলে নেই অভিজ্ঞ তারকারা। ড্যারেন স্যামি, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডদের কেউই সফরে নেই।

এই দলে দুইজন নতুন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন আন্দ্রে ম্যাকার্থি ও ওডিন স্মিথ। তারা প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। তাছাড়া বার্বাডোজ থেকে এই সিরিজে কোনো খেলোয়াড় দলে নেই। অথচ বর্তমান সময়ে বার্বাডোজ থেকে বেশ কয়েকজন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ দলে খেলে থাকেন। তাদের মধ্যে রয়েছেন জ্যাসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, শাই হোপ ও অ্যাশলে নার্স।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), স্যামুয়েল বাদরি, রায়ান এমরিত, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে ম্যাকার্থি, কিমো পল, ভিরাস্যামি পারমল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, ওডিন স্মিথ, চাঁদউইক ওয়ালটন, কেজরিক উইলিয়ামস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ১০:৩২ পূর্বাহ্ণ