১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয়বারের মতো বসন্ত উৎসবের আয়োজন করা হয়৷ ২৯ মার্চ, বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি এ উৎসব অনুষ্ঠিত হয়৷

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বসন্ত উৎসব উদ্বোধনের পর উপ-উপাচার্য বলেন, ‘বসন্ত হলো জীবনের প্রতীক। বসন্ত আসলে মানুষের মধ্যে তারুণ্যের আমেজ থাকে। মনে বসন্ত, তারুণ্যের উচ্ছ্বাস আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এ উৎসব ৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রাম্য মেলা, সাংস্কৃতিক পরিবশেনা ও বিকালে কনসার্টের আয়োজন করা হয়৷

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ৮:৫২ অপরাহ্ণ