১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৯

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে নড়াইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক বুলবুল সিকদার, সদস্য রমজান, সামিরা, তমাসহ অনেকে।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স সম্পন্ন করতে বয়স ২৫ বছর হয়ে যায়। এরপর অভিজ্ঞতাসহ নানা বিড়ম্বনায় দেখতে দেখতে ৩০ বছর পার হয়ে যায়।

যার ফলে চাকরি প্রার্থীদের সারাজীবনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। মানবিক দিক বিবেচনা করে সকল চাকরির আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ২:১৯ অপরাহ্ণ